সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়।
সুনামগঞ্জ জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেছে, ‘২০২০ সালে সংসদে আইন করে জেলার সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ করে অস্থায়ী ক্যাম্পাসে দুই বছর ধরে শ্রেণী কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু হঠাৎ সুনামগঞ্জ পৌর এলাকার কিছু জনবিচ্ছিন্ন মানুষ পরিবেশের দোহাই দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তন করার অপচেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়ে তারা মূলত বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা থামিয়ে দিতে চান। যারা পরিবেশের দোহাই দেন, তারাই বালুপাথর লুট করে সুনামগঞ্জের পরিবেশ নষ্ট করছেন।’
বক্তারা আরও বলেন, ‘যদি তাদের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি হয়, তবে সুনামগঞ্জ জেলার ২২ লক্ষ মানুষ তাদের ক্ষমা করবে না।’
সুনামগঞ্জের ১২ টি উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে সুনামগঞ্জ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলা উদ্দিন। ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমানের সঞ্চালনায় মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার আনছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াসীন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সাগর, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ছাতক প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনায়েদ আহমদ।
মানবনন্ধনে বিএনপি নেতা এবাদুর রহমান, ইরান উদ্দিন, আওলাদ হোসেন, সজল দেব উপস্থিত ছিলেন।
কেকে/এমএ