দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইংলিশ ক্লাবের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের পঞ্চম তলায় ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে ভিপি পদে তিনজন, জিএস পদে দুইজন ও এজিএস পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে মো. ইমরান হোসেন ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে ভিপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাজ্জাদুর রহমান পেয়েছেন ৮৮ ভোট এবং অপর প্রার্থী আদনান পেয়েছেন ২৮ ভোট।
জিএস পদে মো. ফাইজ ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিমন পেয়েছেন ১১১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. সজিব হোসেন ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী তানভীর পেয়েছেন ৯১ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে তানজীম ১৮০ ভোটে জয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রিপন পেয়েছেন ১০৯ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মাহবুব ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মেহেদী পেয়েছেন ৭৯ ভোট। এসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে মুনমুন ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী নিরব পেয়েছেন ৯৩ ভোট।
অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রফেসর নওশের ওয়ান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল হক ও এ.এস.এম মাহবুবুর রহমান। এ সময় রোভার স্কাউট সদস্য, শিক্ষক, আনসার সদস্য ও পোলিং এজেন্টরা দায়িত্ব পালন করেন।
এদিন মোট ২৯২ জন ভোটারের মধ্যে ২১-২৫ সেশনের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর নওশের ওয়ান বলেন, আমরা স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছি। কেউ দাবিও করতে পারবে না যে নির্বাচন কারচুপি হয়েছে। এটি একটি মডেল নির্বাচন হয়েছে।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দীপক কুমার সরকার বলেন, নতুন নেতৃত্বকে আমরা স্বাগত জানাই। আশা করি, তারা মিলে-মিশে কাজ করবে এবং বিভাগের সুনাম বৃদ্ধি করবে।
কেকে/ আরআই