চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. সাহাব উদ্দিন (৪৬) ও মো. আনিছ (৩০)।
অভিযানটি বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশনের ফতেয়াবাদ এলাকায়, গার্লস স্কুলের পাশে একটি পরিত্যক্ত গুদামে পরিচালনা করা হয়।
পুলিশ তাদের কাছ থেকে একটি সিএনজি, চারটি টিপ ছুরি ও তিনটি ধারালো দা উদ্ধার করেছে। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। পলাতকদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজের তত্ত্বাবধানে, মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে এসআই (নি.) রুপন নাথের দল এই অভিযান পরিচালনা করেছে।
পুলিশের সূত্রে জানা গেছে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে পূর্বে লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। পুলিশ বলেছে, আটক দুজন দীর্ঘদিন ধরে ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন
কেকে/এআর