কুমিল্লার ট্রাকচাপায় মো. রাসেল নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা- সিলেট সড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাসেল উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের উত্তর পাড়া মুন্সিবাড়ি মুস্তাক আহমেদের ছেলে। তিনি ইরাক প্রবাসী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে চেক নিয়ে ক্যান্টনমেন্ট এলাকার একটি ব্যাংকে যাওয়ার পথে কাটা জাঙ্গাল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গাড়িটিকে আমরা শনাক্ত করতে পারিনি। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কেকে/ আরআই