একজন বাংলাদেশি ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি জাতীয় দলের একজন ডানহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক। তিনি তিনটি আন্তর্জাতিক ফরম্যাটেই সর্বোচ্চ বাংলাদেশি রান সংগ্রাহক (২০২৫ সাল)। তিনি আমাদের সন্তান ব্যাটার ও সাবেক উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিম ৯ মে ১৯৮৭ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। মাহবুব হাবিব এবং রহিমা খাতুনের ঘরে জন্মগ্রহণকারী মুশফিকুর রহিম বগুড়া জেলা স্কুলে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। ক্রিকেট খেলার ফাঁকে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে অধ্যয়ন করেন। তিনি ২০১২ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে তিনি জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন। মন্ডি হলেন মাহমুদুল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টির বোন। ২০১৮ সালে মুশফিকুর রহিমের একটি ছেলে হয়।
মুশফিকুর রহিম ও জান্নাতুল কিফায়াত মন্ডির বিয়ে
২০০৫ সালে ১৮ বছর ১৭ দিন বয়সে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। তার ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচেই তাকে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলার সুযোগ দেওয়া হয়। এভাবে তিনি লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণকারী শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হন। ২০১০ সালে ভারতের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে তার খ্যাতির মুহূর্ত আসে। যেখানে তিনি দ্রুততম সেঞ্চুরি করেন, যা এখন পর্যন্ত যে কোনো বাংলাদেশির দ্রুততম। উইকেটরক্ষক হিসেবে তিনি অন্যতম সেরা রান সংগ্রাহক, যার ১১,০০০ রান এবং ৪০০+ ডিসমিসাল রয়েছে।
তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরার। তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম এবং একমাত্র উইকেটরক্ষক-ব্যাটসম্যান যিনি দুটি ডাবল সেঞ্চুরি করেছেন। তিনি টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি করা প্রথম এবং একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান।
ক্রিকেটার মুশফিকুর রহিম
জাতীয় দলের হয়ে খেলার আগে, মুশফিকুর রহিম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন। ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে তিনি তিনটি যুব টেস্ট এবং ১৮টি যুব এক দিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে তাদের প্রতিনিধিত্ব করেছিলেন, যার গড় ছিল ৩১.৭৫ এবং ৩৬.০০। মুশফিকুর রহিম বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্পোর্টসে প্রশিক্ষণ নেন।