রান তাড়ায় প্রথম বলেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। সেদিকউল্লাহ আতালকে এলবিডব্লু করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। রিভিউ নেওয়ার চিন্তাও করতে পারেনি আফগানরা।
এর আগে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। ১৩তম ওভারে তানজিদের বিদায়ের পর শেষ ৭.১ ওভারে মাত্র ৫০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। যদিও এ সময়ে মাত্র ২ উইকেটই হারিয়েছে বাংলাদেশ। জাকের আলী ১৩ বলে ১২ ও নুরুল হাসান ৬ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন।
বাংলাদেশ এর আগে একবারই আফগানদের এর চেয়ে বেশি লক্ষ্য দিতে পেরেছে। ২০২২ সালে মিরপুরে সেই ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য ছুঁতে নেমে ৯৪ রানে হেরেছিল আফগানিস্তান।
বাংলাদেশের জন্য সুখবর, উইকেট মন্থর হয়ে এসেছে।
কেকে/এজে