বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
পদ্মার ভাঙনে ভেদরগঞ্জে অর্ধকোটি টাকার স্কুল নদীগর্ভে
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ১০:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পদ্মার ভাঙনে শরীয়তপুরের ভেদরগঞ্জে কাঁচিকাটায় ১৫১ নম্বর উত্তর মাথা ভাঙ্গা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন গয়ে গেছে। এতে বিপাকে পড়েছে শতাধিক স্থানীয় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। শিক্ষা কার্যক্রম পরিচালনা করার বিকল্প কোন জায়না না থাকায় শিক্ষকরাও বিব্রতকর অবস্থা আছেন।

উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, স্কুলটি গেলো ৮ বছর আগে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যায় ১ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে এলজিইডি। নির্মাণের ৮ বছরের মাথায় পদ্মায় ভাঙ্গনের মুখে বিলিন হয়ে হয়ে পড়েছে ১৫১ নম্বর উত্তর মাথা ভাঙ্গা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় নামক স্কুল ভবনটি। এ ছাড়াও গত সাত দিনের পদ্মার আগ্রাসী ভাঙ্গনে বিলিন হয়ে গেছে ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের চরবার্নিয়াল, শীবস্যাম, উত্তর মাথাভাঙ্গসহ ৪টি গ্রাম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নদীর ভাঙ্গনে ১৫১ নম্বর উত্তর মাথাভাঙ্গা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলিন হয়ে পড়েছে। 

পঞ্চম শ্রেণীর ছাত্র ইমরান বলেন, ‘আর ২ মাস পরে আমাগো পরীক্ষা। এখন স্কুলডা ভাইংগা নদীতে নিয়ে গেছে। আমরা কই যাইমো? আমাগো পড়ালেখার কি অইবো! আমাগো গ্রামের অনেকেই বাড়িঘর লইয়া গেছেগা। আমার বাবা কইছে আমরাও যাইমোগা।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন বলেন, ‘গত বৃহস্পতিবার আমরা বন্ধ করে যাওয়ার সময় বিদ্যালয়টি থেকে নদীর দূরত্ব প্রায় ১৫০ ফুটের উপরে ছিলো। আজ এসে দেখি নদী স্কুলটির ৪ ভাগের ৩ ভাগ নদী গর্ভে বিলিন হয়ে গেছে। আমরা বিদ্যালয়টি পুনরায় কোথায় স্থাপন করবো, তা বলতে পারছি না। আমাদের সমস্যার কথা আমরা উপজেলার স্যারদের জানিয়েছি। আমাদের বিদ্যালয়ের মোট ৮৭ জন শিক্ষার্থী ছিলো। নদী ভাঙ্গনের কারণে এখন আছে ৫৩ জন। যার মধ্যে বিদ্যালয়ে এসেছে ২৯ জন।’

ভেদরগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার আল মুজাহিদ দিপু বলেন, ‘২০১৬ সালে বিদ্যালয় বিহীন গ্রামে পিইডিপি-৪’-এর আওতায় ১ হাজার ৫০০ বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এ বিদ্যালয়টি স্থাপন করা হয়। ২০১৭ সালে বিদ্যালয়ের একতলা ভবন নির্মাণ হয়। যা এখন ৮ বছরের মাথায় নদী ভাঙ্গনে বিলিন হয়ে গেলো। বিদ্যালয় ভবনটি বিলিন হওয়ায় আমরা শিশু শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে প্রয়োজনী পদক্ষেপ নিব।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস ছোবাহান মুন্সী বলেন, ‘বিদ্যালয়টি আজ হয়ত পুরোটাই নদীগর্ভে চলে গেছে। আমরা বিদ্যালয় ভবনটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। তারা কোন পদক্ষেপ নেয়নি। নদী বিদ্যালয় ভবনের কাছাকাছি চলে এসেছে। কর্তৃপক্ষের অনুমোতি ব্যতীত এ ভবন নিলাম করা যাবে না। তাই, নিলাম দিতে পারিনি ‘

শরীয়তপুর  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বলেন, ‘কাচিকাটা ভাঙ্গন প্রবন এলাকাগুলোতে টেম্পোরারিভাবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে চেষ্টা করা হয়েছে। স্থায়ীভাবে একটি বাধের জন্য প্রস্তাবনা মন্ত্রনায়য়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হয়ে আসলে আগামী শুকনো মৌসুমে বাধের কাজ শুরু করা হবে।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  পদ্মার ভাঙন   ভেদরগঞ্জ   স্কুল নদীগর্ভ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল রাজউক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close