আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে মোট এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে রফতানির অনুমতি দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রফতানির জন্য ৩৭ প্রতিষ্ঠানের অনুকূলে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রফতানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।’
তবে মাছ রফতানির ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হল রফতানি নীতি ২০২৪-২৭’-এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ রফতানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।
এছাড়া পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রফতানির পরিমাণ সংক্রান্ত সব তথ্য প্রমাণ দাখিল করতে হবে। তবে, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মাছ রফতানি করা যাবে না।
প্রতিটি পণ্য চালান রফতানিকালে শুল্ক কর্তৃপক্ষ অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রফতানি না করার ব্যাপারটি নিশ্চিত হবেন। এ অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রফতানিকারক কোনভাবেই নিজে রফতানি না করে সাব কন্ট্রাক্ট দিতে পারবে না। সরকার প্রয়োজনে যে কোন সময় এ রফতানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
এর আগে গেল ৮ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে ভারতে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আগ্রহী রফতানিকারকদের ১১ সেপ্টেম্বরের (বিকাল ৫টা) মধ্যে অফিস চলাকালীন মধ্যে হার্ড কপিতে আবেদন করার নির্দেশনা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
আবেদনের সাথে সংশ্লিষ্ট রফতানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদফতরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিল দাখিল করতে হয়েছে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য ১২ দশমিক পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গেল বছর দুর্গাপূজা উপলক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে, পরে সেটির পরিমাণ দুই হাজার ৪২০ টন করা হয়েছিল।
কেকে/ এমএ