ইসলামী ব্যাংক বাংলাদেশ পাবনা শাখার উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আর্থিক সাক্ষরতা বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ইসলামী ব্যাংক পাবনা শাখার মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পাবনা শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।
ম্যানেজার (অপারেশন) ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল গফুরের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার এসএম ইদ্রিসের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আব্দুর রহমান।
তারুণ্যের উৎসবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ ও শহীদ বুলবুল সরকারি কলেজ শিক্ষার্থীরা অংশ নেন।
সাজ্জাদ হোসেন তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আর্থিক সাক্ষরতা বিষয়ক সচেতন মূলক বক্তব্য রাখেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্রজীবন থেকেই আর্থিক বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। একাডেমিক ক্যারিয়ার গঠনে যেমন সচেতন থাকতে হবে, ঠিক তেমনি আর্থিক সঞ্চয়ের দিকেও খেয়াল রাখতে হবে।
সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘আর্থিক সঞ্চয়ের মাধ্যমে শিক্ষা পরবর্তী জীবন অথবা কর্মজীবনে শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে সহায়তা করবে।’
‘তরুণরাই পারে দেশ গড়তে, দেশকে ঢেলে সাজাতে। আজকের তরুণ আগামী দিনে সততা দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে- এ প্রত্যাশা করি।’
কেকে/এমএ