বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      
শিক্ষা
বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান ছাত্র ফোরামের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে ‘বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান ছাত্র ফোরাম’ নামে একটি প্লাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ফোরামের ঘোষণা দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ফোরামের ঘোষণাপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেখ শাকিল হোসেনকে আহ্বায়ক এবং একই বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার নাজিম সীমান্তকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ফোরামের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নাছিমা খাতুন, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের প্রধান ড. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ঘোষণাপত্রে বলা হয়, এই ফোরামের উদ্দেশ্য সারাদেশের রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, যৌথ উদ্যোগ গ্রহণ, অ্যাকাডেমিক সহযোগিতা বৃদ্ধি ও গবেষণায় উৎসাহিত করা, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নীতিগত মতামত উপস্থাপন করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও নেতৃত্বের চর্চার ব্যাপারে উৎসাহিত করা।

আগামী দুই বছরের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে জানানো হয়, এই কমিটি ফোরামের সাংগঠনিক কাঠামো, গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক বিস্তার কার্যক্রম পরিচালনা করবে।

আহ্বায়ক কমিটির অনান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. ওমর সফি রাফসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. জুয়েল রানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. জানে আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. শাহরিয়ার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. আরমান হোসেন ইমন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজী আহাদ।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. মারুফ হাসান, স্মৃতি রানী বর্মণ, সাইব আল ইহতিসান, মোছা. আছমা খাতুন সাথী, মোসা. আফছানা আক্তার এবং সামিয়া ইফফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. আব্দুল বারিক, শাকিল হোসাইন এবং সুমনা ইসলাম সিনরাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোরহান উদ্দিন, সুলতানা আক্তার, মুবাররাত আহবাব এবং যাছিয়া মারিয়াম যুহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এইচ. এম. অভি, উম্মে ফাহমিদা সায়মা এবং এইচ এম মাহির ফয়সাল মুরাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার মাসুম বিল্লাহ্ তূর্য এবং মো. বিল্লাল গণি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহান স্পৃহা ও মো. হোসেনুজ্জামান।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেখ তাসলিমা জাহান মুন, বেহেস্তী আলতাফ এবং মো. রাহিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. আরিফুল হাসান রাকিব এবং এ কে এম তাকি হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৌসিফ আলম খান এবং মো. হাবিবুর রহমান বাপ্পি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহিদুল ইসলাম এবং মুবিনুল হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের শাহরিয়ার রহমান এবং আলফা জাহান, গণ বিশ্ববিদ্যালয়ের মো. রাশিদুল হাসান রাকিব, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির রিফাতুজ্জামান রিফাত এবং শিপার মাহমুদ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মো. বিজয় আলী ও মো. শুভ হাসান।

আরও রয়েছেন, ঢাকা কলেজের সুজন আহমেদ ও কামরুল হোসাইন, ইডেন মহিলা কলেজের মাজে হামিজাতুন সিনথী এবং সাদিয়া সিরাজী, সরকারি বাঙলা কলেজের আল জাবের সান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের আওলাদ জিসান, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের তাসলিমা আক্তার এবং আয়শা সিদ্দিকা রিফাহ্, সরকারি তিতুমীর কলেজের মো. শাহাদাত হোসেন এবং তাহমিনা আফরোজ রুপা, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সজীব শেখ অর্নব।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রবিজ্ঞান ছাত্র ফোরাম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব
চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close