ফরিদপুর ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে অবরোধ কর্মসূচি বন্ধ থাকলেও সকাল সাড়ে ১০টার পর ফের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।
যান চলাচল স্বাভাবিক রাখতে অবরোধের পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী বিশেষ তৎপরতা ও নিরাপত্তা জোরদার করে।
স্থানীয়রা জানান, টানা কয়েকদিনের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির কারণে স্থবির জনজীবন। তারা চায় সরকার ভাঙ্গাবাসীর দাবি পূরণ করুক।
কেকে/বি