যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দুপুর ২ টায় ঢাকা আহছানিয়া মিশন মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় ও যবিপ্রবির এন্টি-ড্রাগ সোসাইটির সমন্বয়ে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর অনুষ্ঠানটি আয়োজন করেছে।
সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শিক্ষার পাশাপাশি সুস্থ মানসিক পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমে যুক্ত করা ও মানসিক সুস্থতা রক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ পারিবারিক প্রত্যাশা ও পড়াশোনার চাপের কারণে অনেক শিক্ষার্থী হতাশায় ভুগে ড্রাগে আসক্ত হয়। যার প্রেক্ষিতে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে সচেতনতা সেমিনারের আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা আহছানিয়া মিশন মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের সাথে চুক্তি স্বাক্ষরিত হবে, যাতে শিক্ষার্থীরা প্রয়োজনে অন-টু-অন কাউন্সেলিং সেবা নিতে পারে।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের ব্যবস্থাপক সৈয়দ মিজানুর ইসলাম ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট ও আসক্তি বিষয়ক বিশেষজ্ঞ রাখী গাঙ্গুলী।
বক্তারা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কেকে/বি