‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’- এ প্রতিপাদ্যকে উপজীব্য করে চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নাচোল থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোবারক আলী, পৌর জামায়াতের আমীর মনিরুর ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের খোকন, সাবেক পৌর কাউন্সিলর জহরুল হক, সাংবাদিক এমএকে. জিলানী, ইব্রাহীম বাবু, জহিরুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানি ওসি (তদন্ত) এসএম নূরুল কাদির সৈকত, থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা, গ্রামপুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত জনতা পুলিশের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আনেন।
মনিরুল ইসলাম ও সার্কেল অফিসার হাসান তারেক অভিযোগের জবাব দেন।
কেকে/ এমএ