শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পাবনা -১ (সাঁথিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত এমপি প্রার্থী নাজিবুর রহমান মোমেন বলেছেন, ‘শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের স্বপ্ন দেখতেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শহীদ নিজামী ফাউন্ডেশন কাজ করে চলছে।’
শনিবার (১৩ সেপ্টেম্বর) পাবনার সাঁথিয়া সরকারি কলেজ মাঠে শহীদ মাওলানা নিজামি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার সামিটের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের ক্যারিয়ার বিকাশের লক্ষ্যে দিনব্যাপী ক্যারিয়ার সামিট ২০২৫-এ প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গবেষক আহমেদ শাউকী আফিফি, শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. লিয়াকত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল, গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সেক্রেটারি আব্দুল গাফফার খান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন মতিউর রহমান নিজামীর বড় ছেলে, যুক্তরাষ্ট্রের নর্থ করোলিনা ইউনিভার্সিটির অধ্যাপক ড. নাকিবুরর রহমান তারেক, তুরস্কের খিরশেহির আহি এভরান বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোস্তফা ফয়সাল পারভেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রনেতা এসএম মুতাসিম বিল্লাহ সাদ ও ইসলামী ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মো. আব্দুল মুন্নাফ।
সিরাজুল ইসলাম বলেন, ‘ভালো দক্ষ প্রকৌশলী হতে হলে শিক্ষার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আনমনা হলে কেউই বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না।’
আহম্মেদ শাউকি আফিফী মধ্যপ্রাচ্যসহ আরব বিশ্বে উচ্চশিক্ষার বিস্তার এবং আল আজহার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ নিয়ে দিকনির্দেশনা দেন।
লিয়াকত হোসেন শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে বলেন, ‘নবম শ্রেণি থেকেই সঠিক প্রস্তুতি শুরু করতে হবে, তাহলেই ডাক্তারি ভর্তিতে সফল হওয়া সম্ভব।’
আল মামুন রাসেল তরুণদের উদ্দেশে বলেন, ‘একজন শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফল নয়, চারিত্রিক দৃঢ়তা ও নৈতিকতার মাধ্যমেও সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’
নাকিবুরর রহমান বলেন, ‘তারেক শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নের সদা তৎপর থাকতে হবে। কোন অবস্থাতে নীতি নৈতিকতা পরিহার করা যাবে না। নীতি-নৈতিকতা পরিহার করলে প্রকৃত স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়।’
মোস্তফা ফয়সাল পারভেজ ত বলেন, ‘ক্যারিয়ার গড়তে হলে স্বপ্ন থাকতে হবে। ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।’
নূর মোহাম্মদ আবু তাহের তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, ‘বর্তমান পৃথিবী বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। বই পড়ার পাশাপাশি সামাজিক মাধ্যমের অপব্যবহার না করে শিক্ষায় মনোযোগী হতে হবে।’
কেকে/ এমএ