বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ফাহাদ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১১ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৮:৩৬ পিএম

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম ফাহাদ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন।
বিষয়টি অনুমোদন করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
জেলা স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে বাঞ্ছারামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে জাহিদুল ইসলাম ফাহাদ দায়িত্ব পালন করবেন।
কেকে/ এমএ