প্রতারণার শিকার হয়ে ব্যর্থ প্রেমের বোঝা কাঁধে তুলে ময়নাগুড়ি কলেজ ছাত্রী রিংকী বেগম ওরফে রিয়া মনি (২০) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশ ভারতে ফেরত গেছেন ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তিনি দেশে ফেরেন।
এর আগে সে গত রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ভারতের ময়নাগুড়ির মেয়ে রিংকি বেগম রিয়া কলেজ যাওয়ার কথা বলে বাহির হন নিজ বাড়ি থেকে। বহু বাধা অতিক্রম করে কাঁটাতারের বেড়া টপকে প্রেমিকের উদ্দেশ্য পাড়ি আসেন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার থানা পাড়ার আমিনুর রহমানের পুত্র রবি মিয়ার উদ্দেশ্য। পরের দিন সোমবার প্রেমিকের সাথে দেখাও হয় তার। কিন্ত রিংকি বিয়ের কথা বললে তাতে বাধ সাধে ভন্ড প্রেমিক রবি। এরমধ্যে প্রেমিক-প্রেমিকার বিয়ে নিয়ে গত কয়েক দিন চলে বিভিন্ন দেন-দরবার ও বৈঠক। কিন্তু কোন সুুরাহা হয়নি তাদের প্রেমের।
অবশেষে পাটগ্রাম থানা পুলিশের মাধ্যমে বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে রিংকিকে তার বাবা আব্দুর রহিমের হাতে হস্তান্তর করা হয়।
এ সময় আব্দুর রহিমন বলেন, ‘আমার মেয়ে প্রতারণার শিকার হয়েছে, ভালবাসলেতো বিয়েই হত।’
বৈঠকে উপস্থিত পাটগ্রাম থানা পুলিশের এসআই শাহজাহান মিয়া বলেন, ‘উভয় দেশের পুলিশ-বিজিবি-বিএসএফের বৈঠকের মাধ্যমে রিংকিকে হস্তান্তর করা হয়েছে।’
৬১ বিজিবি বুড়িমারী কোম্পানি কমান্ডার আনজারুল হক বলেন, ‘চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে সব আইনী প্রক্রিয়ার মাধ্যমে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কেকে/ এমএ