তারুণ্যের অহংকার তারেক জিয়ার দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া গণসংযোগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় নাচোল বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্যে তিনি, এ আসনে একজন প্রার্থী হিসেবে বিএনপির ৩১ দফা প্রচার করেন। দলের মধ্যে বিভক্তি দুর করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার দিক নির্দেশনায় আগামীতে ধানের শীষ প্রতীকে একজোট হয়ে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। গণসংযোগকালে আড্ডা, ধানশুরা, সোনাইচন্ডি, ভোলারমোড়, নাচোল বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় প্রায় দুইশতাধীক দলীয় নেতা-কর্মী মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন।
তিনি দলের মাঝে বিভক্তির কঠোর সমালোচনা করেন।
কেকে/বি