বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চললে বিএনপির জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার নিজ বাসভবনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে নির্বাচনের কোন বিকল্প নেই। বিএনপির সকল নেতাকর্মীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মাঠে কাজ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। জনগণের পাশে থেকে জনগণের সেবা করে জনগণের ভালোবাসা আদায় করতে হবে। মনে রাখতে হবে সাধারণ জনগণ বিএনপির মূলশক্তি।
এ সময় সাভার ও আশুলিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
কেকে/বি