সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
জাকসু নির্বাচন
২৮ ঘন্টায়ও মেলেনি ফলাফল
শাহরিয়ার আলম, জাবি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ পিএম আপডেট: ১২.০৯.২০২৫ ১০:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর গত ২৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ফলাফল ঘোষণা হয়নি।

নির্বাচনের ভোট গণণা ও ফল ঘোষণাকে ঘিরে বৃহস্পতিবার দিনভর ক্যাম্পাসজুড়ে নাটকীয় পরিস্থিতি বিরাজ করেছে।নির্বাচনী প্রক্রিয়ায় এত দীর্ঘ সময় ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক হতাশা ও ক্ষোভ।

দিনভর নানা নাটকীয়তা ও উত্তেজনা

নির্বাচন কে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নাটকীয় পরিস্থিতি বিরাজ করেছে।ভোট গ্রহণের মাঝে সকাল থেকেই বিতর্ক সৃষ্টি হয় ভোটগণনার পদ্ধতি নিয়ে। অভিযোগ ওঠে, যে কোম্পানি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিন সরবরাহ করেছে, তার মালিক একজন জামায়াতপন্থি নেতা। এই অভিযোগ সামনে আসতেই ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলো তীব্র আপত্তি জানায়। ফলে ওএমআর মেশিনে গণনা বন্ধ রেখে ম্যানুয়ালি হাতে গণনা শুরু করে নির্বাচন কমিশন।

অন্যদিকে বিকেলের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে বিএনপি পন্থি শিক্ষকদের একটি অংশকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্স মিটিংয়ে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে গুঞ্জন শুরু হয় ফলাফল বানচালের চেষ্টা চলছে। এতে উত্তেজনা চরমে পৌঁছায় এবং সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।

বিকেলে ৫ টায় নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার ম্যানুয়ালি ভোট গণণায় অস্বীকৃতি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ওএমার পদ্ধতিতে ভোট গণণার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

এসময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত ভোট গণনা কার্যক্রম বন্ধ থাকে। এ সময় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।পরবর্তীতে ৬.৪৫ থেকে আবার ভোট গণণা শুরু হয়।

এদিকে রাত ৮টা ৪৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে কমিশনের বিভিন্ন অব্যবস্থাপনাকে দায়ি করে কমিশনের সদস্য ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি  অধ্যাপক মাফরুহি সাত্তার পদত্যাগের ঘোষণা দেন।এ পদত্যাগ ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র হিসাবে দেখছেন শিক্ষার্থীরা।

শিক্ষিকার মৃত্যু 

সকাল ৮টায় ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে নির্বাচন কমিশনের অফিসে রুমে প্রবেশের সময় গেটে পড়ে যান চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এরপর তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সময় মারা যান।

এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি আসলে দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সকাল আনুমানিক ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা যায়।

২১ হলের ভোট গণণা সম্পন্ন, কেন্দ্রীয় সংসদের গণণা শুরু

দীর্ঘ ২৫ ঘন্টা টানা ভোট গণণার পরে সম্পন্ন হয়েছে জাকসুর হল সংসদের।এখন কেন্দ্রীয় ছাত্র সংসদের দশটি কেন্দ্রের ভোট গণনা শুরু করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, আমরা আপনাদের নিয়ে নির্বাচনের ফলাফল দ্রুতই প্রস্তুত করবো। দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইতিমধ্যে আমাদের এক সহকর্মী ইন্তেকাল করেছেন বিষয়টি অত্যন্ত মর্মাহত করেছে আমাদের। আমরা পূর্বের ন্যায়ই ম্যানুয়ালি ভোট গণনা করবো। তবে এইক্ষেত্রে আমরা গণনা কেন্দ্র বাড়ানোর চেষ্টা করছি। সকলে ধৈর্যের সাথে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান বলেন, দীর্ঘ সময় ধরে প্ররিশ্রম করার পরে এই ভোট গণনা সম্পন্ন হচ্ছে।  বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া শুরু হয়েছি। ডাকসুর পরে জাকসু নির্বাচনও সুষ্ঠভাবে সম্পন্ন হবে। এর মাধ্যমে ২৪এর অভ্যুত্থানের যে গণ-আকাঙ্খা তৈরি হয়েছিল তা পরিপূরণ হবে। 

বেশিরভাগ হলে এগিয়ে যারা

২১ টি হল সংসদের ভোট গণণা শেষ হলেও আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবে অনানুষ্ঠানিকভাবে পাওয়া কিছু তথ্য থেকে প্রাথমিক একটি চিত্র সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীরাই এবার বেশি এগিয়ে রয়েছেন।হলে বিজয়ী প্রার্থীদের বেশিরভাগ স্বতন্ত্র ভাবে প্রতিদ্বন্দ্বীতা করেছে। হল সংসদে ছাত্রদল প্রতিটি ছাত্র হলে প্রার্থী দিলেও কয়েকটি হল ছাড়া তেমন সুবিধা করতে পারেনি তারা।দুই–একটি হলে তারা ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে, ছাত্রশিবিরের হল সংসদের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় তেমন আলোচনায় না থাকলেও কয়েকটি হলে তারা আশাতীতভাবে ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের তথ্য মতে, আজ রাতের মধ্যেই ভোট গণনা শেষে ফলাফল প্রদান করা হবে বলে নিশ্চিত করেন কর্তৃপক্ষ।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  জাকসু নির্বাচন   ফলাফল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close