ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বিএনপির কার্যালয়ে সভার আয়োজন করা হয়।
সভায় মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা মহিলা দল সভানেত্রী লিনা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মতিয়া মাহফুজ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ মিজানুর রহমান, জাকির হোসেন কিসলু, মো. খাইরুল আমিন খোকন, মো. পান্না মুন্সী, মো. রেজাউল করিম, আব্দুল হালিম শিকদার।
সমাবেশ শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেকে/ এমএ