বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
আদিতমারীতে অনুমতি ছাড়াই রাস্তা খনন, জনগণের দুর্ভোগ
রেজাউল করিম রাজ্জাক, আদিতমারী (লালমনিরহাট)
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে বিএনপি নেতা বিরুদ্ধে রাস্তা সংস্কার কাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা অবস্থায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ও মূল ঠিকাদারকে না জানিয়ে রাস্তা খননের অভিযোগ ওঠেছে। কাজের অনুমান বা প্রাক্কলন না বুঝে ভাল রাস্তা খুঁড়ে ফেলায় চলাচলে বিঘ্ন ঘটছে। দীর্ঘদিন থেকে খুঁড়ে ফেলে রাখা এবং কাজ না করায় বৃষ্টির পানি জমে রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে। ফলে একটি গুরুত্বপূর্ণ সড়ক জনগণের চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিদিন কয়েক হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ ও চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের অন্তর্গত কুমড়ীরহাট-কালিস্থান ভায়া কমলাবাড়ি ইউনিয়ন পরিষদগামী ২ হাজার ১০০ মিটার সড়ক উন্নয়ন পাকাকরণের কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৮৭ লক্ষ ৫৬ হাজার টাকা। কাজটির জন্য গত ১৭ মে দরপত্র আহ্বান করা হয় এবং ১৯ জুন দরপত্র মূল্যায়নের মাধ্যমে চুয়াডাঙ্গার ‘জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেড’ প্রতিষ্ঠান কাজটি পায়। প্রতিষ্ঠানের পক্ষে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারের বাসিন্দা এলাহী নামের এক ঠিকাদার কাজটি নিয়ে ইতোমধ্যে পারফরম্যান্স সিকিউরিটি জামানত জমা দিয়েছেন।

এদিকে বিএনপির জেলা ও উপজেলার কিছু অতি উৎসাহী নেতা কর্মী কাজটি তাকে না করার জন্য নানা রকম হুমকি ও চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু কাজ শুরুর আগেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা প্রভাব খাটিয়ে রাস্তা সংস্কারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালান। 

অভিযোগ রয়েছে, একটি গ্রুপ উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী ও যুগ্ম-আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ২১ লাখ টাকার বিনিময়ে কাজটি মূল ঠিকাদারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন। অপরদিকে,  যুবদল নেতা মিজানুর রহমানের মেসার্স এপি এন্টারপ্রাইজ ও জেলা বিএনপি নেতা শাহাদাত হোসেনের সার্জিক এন্টারপ্রাইজ কাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাপ সৃষ্টি করে এলাহীকে কাজ করতে নিষেধসহ নানা শর্ত বেধে দেন। এলাহী বকস তাদের সেই শর্তে রাজি না হলে তারা গত ১৩ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অনুমতি ও মূল ঠিকাদার অনুগত ছাড়াই মিজানসহ তার লোকজন রাস্তাটি দখল করে কাজ শুরু করে দেন। পরে ভেকু মেশিন দিয়ে বক্স কাটিং (মাটি কাটা) শুরু করে প্রায় ৫ শত ফুট রাস্তা খুড়ে ফেলে। জানার পর প্রশাসন কাজটি বন্ধ করে দেয়। 

এদিকে, ১ মাস হয়ে গেলেও রাস্তা খুড়ে ফেলে রেখে কাজ না করার কারণে বৃষ্টির পানিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে গেছে। ফলেযান চলাচল করতে পারছে না। এতে এলাকার হাজার হাজার মানুষের একমাত্র প্রধান রাস্তাটিতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তারা বিকল্প উপায়ে অন্য রাস্তায় বহু দূর ঘুরে উপজেলা জেলায় যেতে হচ্ছে। কাজটি বন্ধ থাকাতে এলাকার লোকজন সন্দেহ পোষণ করছে কেন বা রাস্তা খুঁড়ল আবার কেন বা কাজ বন্ধ করল? এ নিয়ে এলাকার জনগণের মাঝে প্রশ্ন ও জিজ্ঞাসা নানা কৌতুহল সৃষ্টি হয়েছে। 

গ্রামের দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তাটি খুঁড়ে কাজ না করার ফলে প্রতিদিন স্কুল, কলেজ, ও মাদ্রাসার শত শত ছাত্র-ছাত্রী যানবাহনের অভাবে পাঁয়ে হেটে যেতে হচ্ছে।  অন্যদিকে সবজি উৎপাদন এলাকা হিসেবে খ্যাত কৃষকরা তাদের উৎপাদিত সবজি রাস্তার কারণে যানবাহন চলাচল না করায় বিকল্প উপায়ে মাথা করে বাজারে নিয়ে যেতে হচ্ছে। আবার কেউ কেউ বিকল্প রাস্তায় ঘুরে বেশি ভাড়া দিয়ে হাটে-বাজারে সবজি নিয়ে যেতে হচ্ছে। 

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘মূল ঠিকাদারে নির্দেশ মোতাবেক রাস্তার কাজ শুরু করেছি। জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেড’ প্রতিষ্ঠানের পক্ষে থেকে এলাহীকে কোন কাজ দেয়নি।’

কাজ কেন বন্ধ? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পর্যাপ্ত বালুর ব্যবস্থা না থাকায় কাজ বন্ধ রয়েছে।’

জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেডের পক্ষে তুষভান্ডারের বাসিন্দা এলাহী বলেন, ‘কাজটি করতে অফিসিয়ালি সব কাগজপত্র ও অর্ডার পেয়েছি। কয়েক দিনের মধ্যে কাজ শুরু করা হবে।’

প্রকৌশলী একেএম ফজলুল হক বলেন, ‘সম্প্রতি তারা অফিসের নির্দেশ ও অনুমান বা প্রাক্কলন না বুঝে রাস্তা খুঁড়ার কাজ শুরু করে। তবে কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলম বলেন, ‘মূল ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।’

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   নুমতি ছাড়াই রাস্তা খনন   দুর্ভোগ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল রাজউক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close