বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      
দেশজুড়ে
মতলব উত্তরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর আটক
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুর লেংটার মাজারের গেইটের সামনে থেকে মোটরসাইকেল চুরি হওয়ার পর স্থানীয় জনতার সহযোগিতায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর আব্দুল হামিদকে (৪২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ৮ টার সময় পূর্ব পুটিয়ার পাড় বেপারী বাড়ির মাহাবুব আলম (২৩) তার ব্যবহৃত ঢাকা মেট্রো ল- ২৯-৭৭১১ একটি ইয়ামাহা আরওয়ানফাইভ (জ১৫) মোটরসাইকেল রেখে চটপটি খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান, তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

পরে খবর ছড়িয়ে পড়লে রাত ১০টা ৩০ মিনিটের দিকে স্থানীয় লোকজন গালিম খাঁ বাংলা বাজারে সুজন স্টোরের সামনে মোটরসাইকেলসহ চোর আব্দুল হামিদকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই সুমন চন্দ্র দাস ও এএসআই রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল উদ্ধার করে এবং চোরকে হেফাজতে নেয়। আহত অবস্থায় চোরকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, আটককৃত আব্দুল হামিদ ব্রাহ্মণচক গ্রামের ঢালী বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মাহবুব আলম মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন। 

মাহাবুব আলম বলেন, ‘আমি বদরপুর শাহ সোলাইমান লেংটার মাজারে গিয়ে গাড়িটি রেখে চটপটি খেতে গিয়েছিলাম। এসে দেখি আমার মোটরসাইকেল নেই। পরে স্থানীয়দের সহযোগিতায় চোরকে মোটরসাইকেলসহ আটক করা সম্ভব হয়েছে। পুলিশের কাছে আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ চোরকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা রুজু করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের তদন্ত করছি এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  মতলব উত্তর   আন্তঃজেলা মোটরসাইকেল চোর   আটক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব
চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close