জয়পুরহাটের কালাই উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে এসএসসি বা দাখিল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। পরীক্ষায় ন্যূনতম পাশ নম্বরও নির্ধারণ করা হয়েছে—প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি বিষয়ে ৫০, নবম ও দশম শ্রেণিতে ৪৫ এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে ৪০ নম্বর। পরীক্ষার পাশ মার্ক টা শুধু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষার জন্য প্রযোজ্য বলা হয়েছে।
তিন দিনের বেশি অনুপস্থিত থাকলে যৌক্তিক কারণ ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠানকে লিখিতভাবে প্রশাসন ও অভিভাবককে অবহিত করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা প্রতিষ্ঠানভিত্তিক ধূমপান করতে পারবেন না। অশ্লীল অঙ্গভঙ্গি, কুরুচিপূর্ণ ছবি বা ভিডিও ধারণ ও প্রচারও নিষিদ্ধ।
এছাড়া, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং, যৌন হয়রানি, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে একটি কমিটি গঠন করতে হবে, যা এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করবে। শিক্ষকেরা শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে পারবেন না এবং ক্লাসের পড়া ক্লাসেই শেষ করতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান বলেন, পরীক্ষার ফলাফল ও পরিদর্শনের ভিত্তিতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সচেতনতা জরুরি।
কেকে/এআর