সিলেট নগরীকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘জিনিয়া’ মোবাইল অ্যাপ চালু করেছে মেট্রোপলিটন পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ মিলবে জরুরি সব পুলিশি সহায়তা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেস্বর) বিকেলে সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
তিনি বলেন, সময়ের সাথে অপরাধের ধরণ বদলেছে। তাই আমরা ‘জিনিয়া’— নামে একটি অ্যাপ চালু করেছি। যা নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এই অ্যাপের মাধ্যমে পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক সহ সবই পাওয়া যাবে। এছাড়াও অ্যাপটিতে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং সুবিধা থাকবে।
তিনি আরও বলেন, সিলেটে চাঁদাবাজ, মাদক, ছিনতাই ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।
আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, আমাদের মূল উদ্দেশ্য ও মূল লক্ষ হচ্ছে আমরা জনতার পুলিশ হতে চাই। আমরা সবাই মিলে একটি সুন্দর নগরী গড়ে তুলবো। যেখানে সবাই আস্থার সাথে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে।
কেকে/ আরআই