নাচোলে জামায়াতের মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৬ পিএম

ছবি: প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বেগম মহসীন ফাজিল মাদরাসা চত্বরে পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ ইয়া খালেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অতিথিরা দুই শতাধিক অস্বচ্ছল ভিন্ন ধর্মালম্বীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
কেকে/ এমএ