আদাবরে নিখোঁজ কিশোরী ৭ দিনেও উদ্ধার হয়নি
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:২০ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ১:৪২ পিএম

ছবি: প্রতিনিধি
রাজধানী মোহাম্মদপুর আদাবর নবোদয় এলাকা থেকে কিশোরী নিখোঁজ ৭ দিনেও উদ্ধার হয়নি কিশোরী।
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা নবোদয় হাউজিং এলাকা থেকে মাদ্রাসায় পড়ুয়া ১২ বছর বয়েসি লিজা নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে। নিখোঁজ মেয়েটির ৭ নং রোড নবোদয় হাউজিং বাসার সামনে থেকে নিখোঁজের ৭ দিন পার হলেও এখনো খুঁজে পাচ্ছে না পুলিশ।
এ বিষয়ে আদাবর থানায় গত সোমবার (৩ সেপ্টেম্বর) একটি সাধারণ ডায়েরি, (জিডি) করা হয়েছে। মেয়েটির সন্ধান পেলে আদাবর থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এই ঘটনায় একটি ভিডিও ফুটেজে দেখা যায় চলতি মাসের ২ তারিখ রাত ৯টার দিকে তারই সমবয়সি কয়েকজন যুবকের সঙ্গে বাসার সামনে থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। পরিবারের ধারণা হয়তো আশেপাশে যাচ্ছে কিন্তু সেই রাত ৯ টা থেকে এখন পর্যন্ত মেয়েটি নিখোঁজ রয়েছে। যে ভিডিও ফুটেজে ছেলেগুলোকে দেখা গেছে তারা এলাকায়ই রয়েছে কিন্তু মেয়েটি ৭দিন ধরে নিখোঁজ। ছেলেগুলো এলাকাতেই রয়েছে। মেয়েটিকে না পেয়ে তাদের পরিবার খুব চিন্তিত।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম জাকারিয়া জানান, মেয়েটি নিখোঁজের বিষয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার, বিষয়টি গুরুত্বের সঙ্গে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান মেয়েটির সঙ্গে মোবাইল ফোন না থাকায় একটু সমস্যা হচ্ছে। মোবাইল ফোন থাকলে হয়তো তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান করতে সহজ হতো। তারপরও পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
কেকে/এআর