পৃথক অভিযানে র্যাব ১১ শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ ও মুন্সিগঞ্জের নৌ-ডাকাত আক্তারকে গ্রেফতার করেছে । নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে আলাদা দুটি অভিযানে তাদের গ্রেফতার করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে র্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁয়ের এর পেরাব এলাকায় এক অভিযানে শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে (২৮) গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে বিদেশি পিস্তল, ১ ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি, ২ বোতল হুইস্কি ও ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, ২০২৪ সালের ২৭ জুলাই সোনারগাঁয়ের নোয়াদ্দায় কাপড় ব্যবসায়ী রাকিবকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শুটার মাসুদ। হত্যার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা, ডাকাতি ও মাদকসহ মোট ৭ মামলা রয়েছে।
র্যাব পৃথক অপর একটি অভিযানে মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তার সরকারকে (৫০) কুমিল্লার তিতাস থানা এলাকা থেকে আটক করা হয়।
র্যাবের এই অধিনায়ক জানান, চলতি বছরের ২৫ আগষ্ট গজারিয়ার গুয়াগাছিয়া এলাকায় পুলিশ অভিযানে গেলে নয়ন-পিয়াস ও আক্তারের নেতৃত্বে ৪০/৫০ জন সশস্ত্র ডাকাত ককটেল ও গুলি ছুড়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়।
আক্তার সরকারের বিরুদ্ধে মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় ৪ হত্যা, ১৪ হত্যা চেষ্টা, ২ ডাকাতি, ১ অপহরণ, ১ চাঁদাবাজি, ৪ বিস্ফোরক ও ১ মাদকসহ মোট ২৭ মামলা রয়েছে।
কেকে/বি