বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
প্রিয় ক্যাম্পাস
প্রক্টরের বিরুদ্ধে গোবিপ্রবিতে শিক্ষার্থীর সংবাদ সম্মেলন
গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) রেজাল্ট ও সনদ তুলতে বাধা দেওয়ায় প্রক্টর আরিফুজ্জামান রাজিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আতিক ফয়সাল। এছাড়াও তিনি উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সনদপত্র উত্তোলনের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৭ আগস্ট আমি প্রক্টর অফিসে ফর্ম জমা দিই। একই সঙ্গে আমার দুই সহপাঠীর ফর্মও জমা ছিল। পরে দেখি তাদের ফর্মে স্বাক্ষর হলেও আমার ফর্মে স্বাক্ষর হয়নি। অফিস থেকে জানানো হয়, প্রক্টর স্যার নিজে আমার সঙ্গে কথা বলবেন। আমি বারবার প্রক্টর স্যারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, অফিসে গিয়েছি, অপেক্ষা করেছি, এমনকি হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠিয়েছি। কিন্তু তিনি কখনো সরাসরি কারণ জানাননি কিংবা উত্তরও দেননি। মিটিংয়ে আছেন, মিটিং শেষে কথা বলবেন বললেও তিনি আর কথা বলেননি। মেসেজ দেখা সত্ত্বেও কোনো উত্তর দেননি। ফলে আমার ফর্ম দিনের পর দিন প্রক্টরের কাছে আটকে আছে এবং পরীক্ষার সার্টিফিকেট তুলতে পারিনি। আমার একটি চাকরির জন্য সিভি ও সনদের কপি পাঠানোর কথা থাকলেও তা পাঠাতে পারিনি। রেজাল্ট আটকে রাখার মতো নির্মম, নিষ্ঠুর ও মানবতাবিরোধী বৈষম্যমূলক আচরণ করেছেন তিনি।

তিনি আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার মাধ্যমে মাননীয় উপাচার্য বরাবর আবেদন করলেও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ বা ব্যাখ্যা পাইনি। আমি স্পষ্টভাবে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি কখনো কোনো শৃঙ্খলাভঙ্গ বা অবাঞ্ছিত কর্মকাণ্ডে যুক্ত হইনি, যার জন্য আমাকে শাস্তির সম্মুখীন হতে হয়েছে।

এমনকি শৃঙ্খলা কমিটির একাধিক সদস্য আমাকে জানিয়েছেন, সর্বশেষ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডেও আমার বিষয়ে কোনো শাস্তি গ্রহণের সিদ্ধান্ত হয়নি। এমতাবস্থায়, কোনো অবস্থাতেই আমার সনদ আটকে রাখা বা প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর না করার ন্যূনতম কোনো কারণ নেই। এখানে আরও বলে রাখা ভালো, যদি সর্বশেষ শৃঙ্খলা বোর্ডে কিংবা যেকোনো সময়ে আমার বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েও থাকে, তা পূর্ববর্তী কিছুর ওপর প্রযোজ্য করার ন্যূনতম কোনো সুযোগ নেই। অর্থাৎ, আমাকে যদি আজকেও বহিষ্কার করা হয়, তা পরবর্তী সেমিস্টার থেকে কার্যকর হবে। কিন্তু পূর্ববর্তী পরীক্ষার সনদে সেটি প্রযোজ্য করার সুযোগ নেই। এমনকি ছাত্রত্ব বাতিলের মতো বিষয়ও যদি আসে, সে ক্ষেত্রেও সেই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার এক সেকেন্ড আগ মুহূর্ত পর্যন্ত আইনগতভাবে আমার সনদ আটকে রাখার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তার সার্টিফিকেট আটকে রাখার জন্য কাউকে দায়ী করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়মের বিষয়ে সোচ্চার ছিলাম এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা বিরোধিতা করেছিল তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এমন আশঙ্কা করছি।

এ বিষয়ে প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন, তার বিষয়ে শৃঙ্খলা বোর্ডে সিদ্ধান্ত হয়েছে। তাকে শোকজ করে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক আগেই। এ বিষয়ে রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে স্বাক্ষর করার জন্য। চিঠি ইস্যু হলে বিষয়টি জানা যাবে।

শোকজ দেওয়ার আগে কারোর সার্টিফিকেট তোলার কাগজ আটকে রাখা যায় কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই বিষয়ে শৃঙ্খলা বোর্ডে অনেক আগেই সিদ্ধান্ত হয়েছে। রেজিস্ট্রার তাকে চিঠি দিতে দেরি করেছে। যখন তার কাগজ আমার কাছে ছিল, তখন তার উচিত ছিল আমার সঙ্গে যোগাযোগ করা। কিন্তু সে আমার সঙ্গে যোগাযোগ না করেই সংবাদ সম্মেলন করেছে। যেহেতু আগেই সিদ্ধান্ত হয়েছে এবং শোকজ দিয়েই তার শাস্তির বিষয়ে জানানোর কথা, তাকে না জানানো রেজিস্ট্রারের ব্যর্থতা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  গোবিপ্রবি   প্রক্টর   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল রাজউক

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close