সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া (৫৫) নামে যুবক নিহত হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ফরিদ মিয়া উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, তিনি গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় গিয়েছিলেন। এ সময় ইউএনও ঊর্মি রায়ের সরকারি গাড়িটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত ফরিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িচালককে আটক করে।
নিহতের ভাই শরীফ মিয়া বলেন, ‘গাড়ির চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পায়। সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।’
মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন বলেন, ‘নিহতের পরিবার মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। পাশাপাশি স্থানীয়ভাবে বিষয়টি আপোস-মীমাংসার চেষ্টাও চলছে।’
এ বিষয়ে ঊর্মি রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনের সংযোগ কেটে দেন।
কেকে/ এমএ