ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, প্রশাসনের নাকের ডগায় গণহত্যাকারী আ'লীগের মিছিলই সরকারের ব্যর্থতার প্রমাণ।
রোববার (৭ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর ভাটারায় নগর উত্তর কার্যালয়ে মাসিক ও থানা শাখার যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অজপাড়া গায়ে নয়, রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল, ফার্মগেট, উত্তরায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দিবালোকে প্রকাশ্যে মিছিল করে আর পুলিশ তাদেরকে গ্রেফতার না করে তামশা দেখে এ জন্য জুলাই বিপ্লব সংগঠিত হয়নি। ইনটেরিম গভর্নমেন্টের প্রধান কাজই ছিল স্বৈরাচারদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা। কিন্তু তারা সে কাজ করতে ব্যর্থ হয়েছে। ইন্টেরিম গভর্নমেন্টের কতিপয়ী উপদেষ্টা স্বৈরাচার বিরুদ্ধে অ্যাকশনে না গিয়ে ইনিয়ে বিনিয়ে তাদেরকে পুনর্বাসনের পায়তারা করছে।
ফজলে বারী মাসউদ বলেন, সরকার চাইলে ১২ ঘন্টার মধ্যে স্বৈরাচার ও তাদের দোসরদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে পারে, কিন্তু কোন রহস্যময় কারণে ইন্টেরিম সরকার তা করতে গরিমসি করছে, তা আমাদের বোধগম্য নয়। কয়েকজন উপদেষ্টা ও কিছু উচ্ছিষ্টভোগী সুশীল বুদ্ধিজীবীদের আওয়ামী লীগ এবং জাপাকে রক্ষা ও পুনর্বাসনের জন্য মায়াকান্না দেখে আমাদের ভাবতে ঘৃণা হয়, আয়না ঘরে যখন শত শত মানুষের জীবন ও পরিবারকে ধ্বংস করে দিয়েছিল তখন তাদের সে মায়াকান্না কোথায় ছিল? তথাকথিত এই সুশীলরাই হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে। এখন তারা যুক্তি দেখাচ্ছে, আওয়ামী লীগ না থাকলে ৩০ শতাংশ ভোটের কি হবে? আমরা বলতে চাই জুলাই ২৪-এর পর আওয়ামী লীগ নেই, দেশ ভালোই চলছে। অতএব আওয়ামী লীগ মুক্ত নির্বাচন হলেও দেশ ভালই চলবে। কোন অসুবিধা বা শূন্যতা দেখা দিবে না।
ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্য মধ্যে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব আনোয়ার হোসেনের, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, এস এম মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছদুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, ডাক্তার মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদার, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন পরশ, মুফতী মোস্তাকিম বিল্লাহ, শরীফুল ইসলাম, মুফতি সাব্বির আহমদ মুফতী আরমান, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।
কেকে/এজে