রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান। এ হনুমানটি দেখার জন্য কৌতূহলী মানুষ ভিড় করছেন। গত কয়েক দিন ধরে খাবারের খোঁজে ছুটে বেড়াচ্ছে উপজেলার বিভিন্ন প্রান্তে। খাদ্য সংকটের কারণে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা এলাকাবাসীর।
এ হনুমান দেখতে ভিড় করছে উৎসুক জনতা। শিশুরা কিছুটা ভয় পেলেও তাদের পিছু ছাড়ছে না। তবে কারও কোনো ধরনের ক্ষতি করছে না হনুমানটি।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার হরিন বিস্কা উচ্চ বিদ্যালয়ে প্রাচীরের উপরে বসে থাকতে দেখা যায়। মুখপোড়া হনুমানটি খুবই শান্ত স্বভাবের। অনেকেই হাত বাড়িয়ে কলা, রুটি, বিস্কুট খেতে দিচ্ছেন। লোকজনের আনাগোনা বেশি হলে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাচ্ছে অন্যত্র। গত কয়েক দিন ধরেই উপজেলার পিরিজপুর, হরিন বিস্কা, ফরাদপুরসহ বিভিন্ন গ্রামে বাড়ির ছাদে, প্রাচীরে, গাছের ডালে হনুমানটি ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ হনুমানটির দৃষ্টি আর্কষণের জন্য নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রর্দশন করছে।
আবার কেউ কেউ অকারণে হনুমানটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছে। ফলে প্রাণের ভয়ে নিজের স্থান বার বার পরিবর্তন করছে হনুমানটি। হনুমানটি কোথা থেকে কীভাবে এসেছে তা কেউ সঠিকভাবে বলতে পারছে না।
গোদাগাড়ী উপজেলার সিরাজুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে হনুমানটি বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। যে যা দিচ্ছে তাই খাচ্ছে, উৎসুক লোকজন ও শিশুরা তাকে বিরক্ত করছে।’
প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, ‘মুখপোড়া হনুমানটি সম্ভবত দলছুট। এটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। বাংলাদেশে বিপন্ন তালিকায় স্থান পাওয়া প্রাণীদের একটি কালোমুখো হনুমান। এরা দলবদ্ধ হয়ে বসবাস করা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী।’
এসব হনুমানকে আঘাত কিংবা বিরক্ত না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান প্রাণী বিশেষজ্ঞরা।
কেকে/ এমএ