ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ গণসংযোগের আয়োজন করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় মনোনীত প্রার্থী দেওয়ান মো. নকিবুল হুদা রূপসদী জামাই বাজার, হোগলা কান্দি বাজার, খাউরপুর ও ছলিমাবাদ ইউনিয়নের খাককান্দা গ্রামে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে তিনি বলেন, ‘আমরা জনগণের নেতা নয়, জনগণের সেবক হতে চাই। সুযোগ পেলে বাঞ্ছারামপুরকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় রূপান্তরিত করব। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সুযোগ দিন।’
স্থানীয়রা জানান, প্রার্থীর সরাসরি জনগণের মাঝে উপস্থিতি তাদের কাছে ইতিবাচকভাবে ধরা দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মফিজুল ইসলাম, মো. নাহিদ কামাল দেলোয়ার, মো. জাহাঙ্গীর আলম ও মো. ময়নাল হোসেন, মো. আল মামুন মুন্সী, আব্দুল হান্নান, জহিরুল ইসলাম, মো. বায়েছ মিয়া, মো. আমির হামজাম।
কেকে/ এমএ