সাতক্ষীরায় চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ, তার সহযোগী শেখ বাদশা ও জুয়েল রানাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদেরকে চাপাতি ও মাদকসহ গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তাদের গ্রেফতারের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
কোপা মাসুদ সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। আর শেখ বাদশা ও জুয়েল রানা ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সেনাক্যাম্প থেকে পাঠানো প্রেস রিলিজ থেকে জানা যায়, কোপা মাসুদ ও তার সহযোগীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখতেন তারা। বুধবার রাতে চাপাতি ও মাদকসহ তাদেরকে ব্রহ্মরাজপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘কোপা মাসুদের বিরুদ্ধে সদর থানায় কমপক্ষে ৫টি চাঁদাবাজির মামলা রয়েছে। বুধবার রাতে কোপা মাসুদ ও তার সহযোগীদের গ্রেফতার করে সেনাক্যাম্পে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’
কেকে/ এমএ