কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ২০২৪-২৫ অর্থবছরের মাসকলাই প্রণোদনা কর্মসূচির আওতায়, উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে চরাঞ্চলীয় ৯টি ইউনিয়নের ২০০ কৃষকের মাঝে এই সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ৫ কেজি করে এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির কর্মকর্তা গোলাম মোস্তফা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসাইন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম।
কেকে/ এমএ