জিম্বাবুইয়ান তারকা ক্রিকেটার সিকান্দার রাজা এই প্রথমবারের মতো উঠলেন আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে। জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে অলরাউন্ডারদের শীর্ষ তালিকায় নাম লেখালেন এই তারকা খেলোয়াড়।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ৯২ ও অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে একটি উইকেট নেন তিনি। সেই পারফরম্যান্সেই আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবিকে পিছনে ফেলে শীর্ষে উঠলেন তিনি।
ওয়ানডে বোলারদের তালিকাতেও এসেছে নতুন নাম্বার ওয়ান। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মাহারাজ শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার মহেশ থিকশানাকে পেছনে ফেলে। ইংল্যান্ডের বিপক্ষে লিডসে প্রথম ওয়ানডেতে ২২ রানে ৪ উইকেট নিয়ে দারুণ সাফল্য পান মাহারাজ, আর তাতেই জায়গা করে নেন এক নম্বরে।
শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজসেরা হয়ে ১৯৮ রান করার সুবাদে ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ জানিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে ২৯তম, আর জিম্বাবুয়ের শন উইলিয়ামস তিন ধাপ এগিয়ে এখন ৪৭তম স্থানে।
আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২০তম স্থানে উঠেছেন। তার সতীর্থ সেদিকুল্লাহ অটল দুর্দান্ত উন্নতি করেছেন- ৩৪৬ ধাপ এগিয়ে তিনি এখন ১২৭তম।
পাকিস্তানের হাসান নওয়াজ যৌথভাবে ৩১তম স্থানে উঠে এসেছেন ব্যাটারদের তালিকায়। বোলারদের তালিকায় উন্নতি করেছেন সুফিয়ান মুকিম (২২তম), শাহীন শাহ আফ্রিদি (২৬তম) ও মোহাম্মদ নওয়াজ (৪৩তম)।
কেকে/এজে