ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিছিল, স্লোগান, ঢোল বাদ্য, নৃত্য- সবই ছিল, নেতাকর্মীদের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুসা।
মেহেদী হাসান পলাশ বলেন, ‘বাঞ্ছারামপুরে ধানের শীষের কোনো বিকল্প নেই। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বদা আপোষহীন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগকে ধারণ করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাব আছে।’
কেকে/ এমএ