পানিয়াল পুকুর কাছারীর হাট আদর্শ কিশোর স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মেগা ফাইনাল ম্যাচে নীলফামারী ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিদ্দিক স্পোটিং ক্লাব নিতাই।
শনিবার (৩০ আগস্ট) বিকালে পানিয়াল পুকুর কাছারীহাট বড় মাঠে এ মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
নিতাই ইউনিয়ন চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার ফাইনাল খেলাটির উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম মো. তাজুল ইসলাম ডালিম, ইবনে সাঈদ সুজন, আব্দুস সালাম, আব্দুস সামাদ, আফজালুল হক, মো. শাহজাহান শাহ, আয়োজনকারী মফিজুল ইসলাম, আপিল ইসলাম, মো. জীবন, সুজন, খেলোয়ার মোস্তাকীমুর রহমান, শাহরিয়ার শীতল, শরীফ ইসলামসহ খেলোয়ার ও বিভিন্ন নেতৃবৃন্দ।
আয়োজনকারীরা জানান, আমাদের এ খেলার মাঠটি অবকাঠামোগত সব দিক থেকে অবহেলিত। মাঠের অনেক যায়গা থাকা সত্ত্বেও বিভিন্নজনে বিভিন্নভাগে ভোগদখল করে মাঠটি সংকীর্ণ করে রেখেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। মাঠের অবকাঠামোগত উন্নয়ন ও উপজেলা প্রশাসনের সহযোগীতা পেলে এর থেকে আরো বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারবে বলে জানান আয়োজনকারীরা।