বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      
খেত খামার
ফিলিপাইন এমডি-২ আনারস চাষে কৃষকদের চমক
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারস পরীক্ষামূলকভাবে চাষ করে সফল হয়েছেন স্থানীয় কৃষকরা। এই সাফল্য দেশের কৃষি অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করছেন কৃষি বিভাগ। এবার শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের রাধানগর, ডলুছড়া ও মহাজিরাবাদ এলাকায় প্রায় পাঁচ হেক্টর জমিতে এই আনারস চাষ করা হয়েছে।

চায়ের রাজ্যে বিদেশি জাতের আনারস গুণ, মান ও স্বাদে প্রথমবারই সকলকে চমকে দিয়েছে। ফিলিপাইন থেকে আনা এমডি-২ আনারসের চারা রোপণ করে পরীক্ষামূলক চাষে দেখা গেছে, এই আনারস স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশা সৃষ্টি করেছে। 

ডলুছড়া গ্রামের কৃষক আতর আলী জানান, তিনি ২২ শতাংশ জমিতে ২ হাজার ২৫০টি চারা রোপণ করেছেন এবং ইতিমধ্যেই প্রায় অর্ধ লক্ষ টাকার আনারস বিক্রি করেছেন। তিনি বলেন, দেশি আনারস দ্রুত নষ্ট হয়ে যায়, কিন্তু এমডি-২ আনারস পাকার পর ১০–১৫ দিন পর্যন্ত রাখা যায় এবং প্রয়োজনে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব।

মহাজিরাবাদ গ্রামের কৃষক শফিক মিয়া ৩০ শতাংশ জমিতে ২ হাজার ৫০০ আনারস চাষ করেছেন। তিনি বলেন, ভালো ফলন হওয়ায় আমরা লাভবান হতে পারব। এমডি-২ আনারস খেতে সুস্বাদু, অন্যান্য আনারসের মতো মুখে জ্বালাপোড়া দেয় না এবং চাষে খরচও কম।

মৌলভীবাজার জেলা কৃষি অফিস জানিয়েছে, মৌলভীবাজারসহ টাঙ্গাইল, চট্টগ্রাম, সিলেট, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো এমডি-২ জাতের আনারস পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে। এসব জেলার ৩৮০ জন চাষিকে ২ হাজার ২৫০টি করে চারা বিনামূল্যে বিতরণ করা হয়। সব জেলায় পরীক্ষামূলক চাষ সফল হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান বলেন, শ্রীমঙ্গলে আনারস বাগান বিখ্যাত। এই অঞ্চলের মাটি এমডি-২ আনারস চাষের জন্য উপযোগী। পরীক্ষামূলক ফলাফল দেখে আমরা ব্যাপক চাষের পরিকল্পনা করছি।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, আমাদের এলাকার মাটি এই জাতের আনারস চাষের জন্য উপযোগী। পরীক্ষামূলক ফলাফল দেখে আমরা ব্যাপকহারে চাষ করার কথা ভাবছি। এই জাতটি স্থানীয় জাতের তুলনায় অধিক ফলনশীল ও রসালো। ফলে বাজারমূল্য ভালো পাওয়া যাচ্ছে।

স্থানীয় কৃষি অফিস থেকে জানা যায়, এমডি-২ আনারস হেক্টর প্রতি উৎপাদন হয় ১৫ থেকে ১৬ টন। এই জাতের আনারস বিশ্বজুড়ে ‘গোল্ডেন সুইট’ বা ‘এক্সট্রা সুইট পাইনআপেল’ নামে পরিচিতি। ফিলিপাইন, কোস্টারিকা, থাইল্যান্ডের মতো দেশে এই আনারস বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এই আনারস শুধু স্বাদে নয় পুষ্টিতেও সমৃদ্ধ। এই আনারসের চামড়া পাতলা ও প্রচুর ভিটামিন ‘সি’ রয়েছে। এছাড়া ব্রোমেলিন নামের হজম সহায়ক এনজাইম এবং স্বল্প ক্যালোরির একটি স্বাস্থ্যকর ফল এটি।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দীন জানান, দেশের ৭ জেলার ৩৮০ জন আনারস চাষির প্রত্যেককে ২ হাজার ২৫০ টি করে ফিলিপাইনের এমডি-২ জাতের চারা বিনামুল্যে বিতরন করা হয়েছিল। এমডি-২ জাতের আনারসের আন্তর্জাতিক বাজারে অনেক সুনাম আছে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় বেশ জনপ্রিয়। এ জাতের আনারস দেশীয় আনারসের তুলনায় অনেক বেশি মিষ্টি। এই জাতের আনারসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং রপ্তানিযোগ্য মান বজায় থাকে। তাই এমডি-২ আনারস হতে পারে বাংলাদেশের ফল উৎপাদনে এক নতুন দিগন্ত।

এদিকে, আনারস চাষে বৈচিত্র্য আনতে এবং কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচনে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এভাবে সফলতা অব্যাহত থাকলে মৌলভীবাজার হয়ে উঠতে পারে উন্নত জাতের আনারস উৎপাদনের একটি সম্ভাবনাময় অঞ্চল। সোনালি স্বাদের এই আনারস রপ্তানির মাধ্যমে বাড়তে পারে দেশের আয়। সাথে কৃষকের মুখেও ফোটাতে পারে হাসি।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  আনারস   কৃষক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হৃদয়ের লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়
নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক
বিএনপি ক্ষমতায় গেলে বেনাপোলে প্রথম হাসপাতাল নির্মাণ করবে : তৃপ্তি
গঙ্গাচড়ায় ধান মাড়াই মেশিনের আগুনে ক্ষয়ক্ষতি

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close