বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ চৌহালীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো.জাহিদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- সদ্য সাবেক সাধারণ সম্পাদক কারি ময়নুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম মোল্লা, আলমগীর হোসেন টাইগার, ইসমাইল হোসেন জবিউল্লাহ,সাবেক ছাত্র নেতা মির্জা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করে বিএনপি সফল হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে তার মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে দলটি দেশের রাজনীতিতে আমূল পরিবর্তনের জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে এবং দেশ আরও এগিয়ে যাবে।
কেকে/ আরআই