লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের সিকদার কান্দি আদর্শ স্কুলে বিদ্যুতের ঝুঁকিতে শিক্ষা কার্যক্রম চলছে। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক প্রতিদিনই আতঙ্কে ক্লাস করছেন।
জানা যায়, সম্প্রতি এক শ্রমিক ও এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। টানা বৃষ্টিতে বৈদ্যুতিক খুঁটির গোড়া নরম হয়ে হেলে পড়ায় তার ছিঁড়ে পড়ে বিদ্যালয়ের ওপর ঝুঁকি তৈরি করেছে। ফলে প্রতিদিনই শিক্ষার্থী ও শিক্ষকরা চরম ঝুঁকি নিয়ে পাঠদান ও পাঠগ্রহণ করছেন।
অভিভাবক ও শিক্ষকরা দ্রুত খুঁটি অপসারণ ও সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এআর