শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি করতে বিদ্যালয়ে গিয়ে পাঠদান করালেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীতে গিয়ে ইংরেজি, বাংলা, গণিতসহ নানা বিষয়ে পাঠদান করান তিনি।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
পাঠদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন শিক্ষার্থীদেরকে প্রতিটি বিষয়ের ওপর মৌলিক জ্ঞান অর্জন করার নির্দেশনা দেন পাশাপাশি বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন ছাড়াও অন্যান্য বিষয়ের ওপর সম্যক ধারণা অর্জন করার পরামর্শ দেন।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠদানে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যরা।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাহিমা আফসানা বলেন, ইউএনও স্যার আমাদেরকে ইংরেজি গ্রামার বিষয়ে পাঠদান করিয়েছেন যা অনেক ভালো লেগেছে। আমরা আজ অনেক অজানা বিষয়েও জানতে পেরেছি।
নবম শ্রেণীর শিক্ষার্থী ওমর আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে গণিতের শতকরা বিষয়ের উপর পাঠদান করিয়েছেন যা আমাদের অনেক ভালো লেগেছে।
এ বিষয়ে ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ইউএনও স্যার হঠাৎ করেই আমাদের স্কুলে আসছেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ের পাঠদান করিয়েছেন পাশাপাশি শিক্ষকদেরকে নানাবিধ বিষয়ে দিকনির্শনামূলক কথা বলেছেন যা আমাদের পথ চলার পাথেয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি করতে আমি প্রতিনিয়তই বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয় পরিদর্শন করছি। তারই ধারাবাহিকতায় আজ ছান্দড়া প্রগতি মাধ্যমিক গিয়ে শিক্ষার্থীদেরকে বিষয়ভিত্তিক পাঠদান এবং শিক্ষকদের মান উন্নয়নে পরামর্শ প্রদান করেছি।
তিনি আরও বলেন, দায়িত্ব নেবার পর থেকে ইতোমধ্যে শালিখা উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি।
কেকে/ আরআই