সুন্দরগঞ্জে প্রধান শিক্ষককে অপহরণ করে নির্যাতন, ইস্তফাপত্রে স্বাক্ষর আদায়
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪০ পিএম

ছবি : খোলা কাগজ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল কাদের (৩৪) নামের এক মাদ্রাসার প্রধান শিক্ষককে অপহরণ করে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী আব্দুল কাদের উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি দক্ষিণ শ্রীপুর সিরাজিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুল জলিল সরকার (৬৫) তার ছেলে আনারুল ইসলাম (৪২) ও আনারুল ইসলামের ছেলে শান্ত মিয়া (২২) দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৫ আগস্ট বিকাল ৪টার দিকে মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে শিক্ষক আব্দুল কাদেরকে জোরপূর্বক অপহরণ করে তারা।
পরে প্রধান শিক্ষককে তাদের বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। ধারালো অস্ত্রের মুখে হত্যার হুমকি দিয়ে তার কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তাকে একাধিক ইস্তফাপত্র ও তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করাতে বাধ্য করা হয়। রাতভর আটকে রেখে তাকে গুম করারও পরিকল্পনা করে অভিযুক্তরা।
এ সময় ভুক্তভোগীর স্বজনরা ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে ৯৯৯-এ ফোন করলে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ২৬ আগস্ট সকাল ৯টার দিকে শিক্ষককে উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এআর