বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল মিছিলে নেতাকর্মীরা র্যালি ও সমাবেশ অংশগ্রহণ করে। এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে কায়কোবাদ স্লোগানে মুখরিত করে সমাবেশস্থলে যায় বিএনপি নেতা কর্মীরা। কায়কোবাদের সমর্থকদের বিশাল মিছিল রাজনৈতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
মুরাদনগর উপজেলা বিএনপির বর্ণাঢ্য এ র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অন্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, হাজী ইদ্রিস, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার,সহ-সভাপতি তাছলিমা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দীন আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন, সদস্য সচিব সুমন মাস্টার, উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, বিএনপি নেতা শাহিন আহমেদসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেকে/এআর