চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ২৫ হাজার ৮৬৬ জন ছাত্রছাত্রী।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে তালিকাটি প্রকাশ করে চাকসু নির্বাচন কমিশন।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, খসড়া ভোটার তালিকা সব অনুষদে পাঠানো হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। কোনো শিক্ষার্থীর আপত্তি থাকলে ৪ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশনের অফিসে জানাতে হবে। আমরা তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধন করব।
এদিকে, প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আয়োজনে জন্য ১২ অক্টোবর ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরব ছাত্র সংগঠন ও আলোচিত নেতারা।
অন্যদিকে গত শনিবার রাত ও রবিবার স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছে পাঁচ শতাধিক শিক্ষার্থী। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকে। সব মিলিয়ে চাকসুর আলোচনা তুলনামূলক কম এখন সাধারণ শিক্ষার্থীদের মাঝে।
উল্লেখ্য, তালিকাটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের নোটিশ বোর্ড, বিভাগ ও ইনস্টিটিউটেও টাঙানো হয়েছে। এছাড়াও চাকসুর জন্য নির্বাচন কমিশনের ডেডিকেটেড ওয়েবসাইটে (https://cucsu.cu.ac.bd) তালিকাটি উন্মুক্ত করা হয়েছে।
কেকে/ আরআই