বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      
প্রিয় ক্যাম্পাস
রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর ও তালা
আছিয়া খাতুন, রাবি
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ১১:৫৬ এএম আপডেট: ৩১.০৮.২০২৫ ১:২৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর ও তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তারা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে।

অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন। এসময় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে বারান্দায় রাখা একটি চেয়ার ও টেবিল ভাঙচুর করেছেন তারা। পরে সাড়ে ১০টার দিকে রাকসু ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এমন পরিস্থিতিতে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, এই প্রশাসন প্রথম থেকেই আমাদের দাবি মেনে নিতে অপারগতা জানিয়েছে। আমরা শুরু থেকেই দাবি জানিয়েছি, প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটাধিকার দিতে হবে। কিন্তু প্রশাসন আমাদের দাবি মেনে নেয়নি। তাই আজ আমরা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব।

রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে ছাত্রদলের বিক্ষোভ

রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে ছাত্রদলের বিক্ষোভ


রাকসু কোষাধ্যক্ষ সেতাউর রহমান বলেন, ‘আজ সকাল থেকেই তারা কার্যালয় ঘেরাও করে রেখেছে। এখন আবার তালাবদ্ধ করে রেখেছে। আমি নিজেও ভিতরে ঢুকতে পারছি না। তাদের দাবি জানানোর বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। এটা কোনো প্রক্রিয়া হতে পারে না।’

এদিকে ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ও রাবি শাখার সদস্য অধ্যাপক এ. নাঈম ফারুকি, সহ-প্রচার সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান মিজান ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিমসহ অন্য নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।


এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘আমরা বিষয়টি মাত্র জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া সুলতান আহমেদ রাহী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  রাকসু   কোষাধ্যক্ষ   ছাত্রদল   ভাঙচুর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকের সামনে ককটেল বিস্ফোরণ
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, এসআইসহ নিহত ২
বিয়েতে মাইক বাজানোয় শাস্তি, বেত্রাঘাত এবং ৩০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড
বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ

সর্বাধিক পঠিত

চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close