রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর ও তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তারা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে।
অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন। এসময় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে বারান্দায় রাখা একটি চেয়ার ও টেবিল ভাঙচুর করেছেন তারা। পরে সাড়ে ১০টার দিকে রাকসু ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এমন পরিস্থিতিতে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, এই প্রশাসন প্রথম থেকেই আমাদের দাবি মেনে নিতে অপারগতা জানিয়েছে। আমরা শুরু থেকেই দাবি জানিয়েছি, প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটাধিকার দিতে হবে। কিন্তু প্রশাসন আমাদের দাবি মেনে নেয়নি। তাই আজ আমরা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব।
রাকসু কোষাধ্যক্ষ সেতাউর রহমান বলেন, ‘আজ সকাল থেকেই তারা কার্যালয় ঘেরাও করে রেখেছে। এখন আবার তালাবদ্ধ করে রেখেছে। আমি নিজেও ভিতরে ঢুকতে পারছি না। তাদের দাবি জানানোর বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। এটা কোনো প্রক্রিয়া হতে পারে না।’
এদিকে ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ও রাবি শাখার সদস্য অধ্যাপক এ. নাঈম ফারুকি, সহ-প্রচার সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান মিজান ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিমসহ অন্য নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।