নারায়ণগঞ্জে একে একে চলে গেলেন ৭ অগ্নিদগ্ধ, বাকি ২ জনও ঝুঁকিতে
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১:৪১ পিএম

সংগৃহীত ছবি
একে একে নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ৭ জন মারা গেছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। অগ্নিদগ্ধ বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।
শনিবার (৩০ আগস্ট) সকালে সবশেষ আসমা বেগমের মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আসমা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা ৭ এ গিয়ে দাঁড়াল। এর আগে শুক্রবার গৃহকর্তা হাসান গাজীর স্ত্রী সালাম ও যুবতী কন্যা তিশার মৃত্যু হয়।
গত ২৩ আগস্ট রাত সাড়ে তিনটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হঠাৎ বিস্ফোরণে একই পরিবারে ৯ সদস্য দগ্ধ হয়। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার পর থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত ৭জন মৃত্যুবরণ করেছে।
দগ্ধদের মধ্যে সবার আগে ২৪ আগস্ট ভোরে মৃত্যুবরণ করেন এক মাস বয়সী শিশু ইমন উদ্দিন রাইয়ান। পরেরদিন সন্ধ্যায় মারা যায় রাইয়ানের নানী তাহেরা বেগম (৫০)। বৃহস্পতিবার মারা গৃহকর্তা হাসান গাজী ও তার চার বছর বয়সী মেয়ে জান্নাত। শুক্রবার সকালে মারা যায় তার স্ত্রী সালমা ও মেয়ে তিশা।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অন্য দুজনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
কেকে/এআর