পটুয়াখালীর দশমিনায় পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কবির খলিফার নিজ বসত ঘরের সামনের বারান্দায় মাদক বিক্রয়কালে ২২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমান খলিফার ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে যানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের একাধিক মাদক মামলার আসামি কবির খলিফা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা রাত আড়াইটার সময় নিজের বসত ঘরের সামনের বারান্দায় ইয়াবা বিক্রয়কালে ২২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে থানা নিয়ে আসে পুলিশ।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল আলীম খোলা কাগজকে জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুধবার রাতে উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে কবির নামের একজন মাদক ব্যবসায়ীকে ২২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন উপজেলায় মাদ্রকদ্রব্য ব্যবসায়ী, সেবন, ক্রয়-বিক্রি, নির্মুলে দশমিনা থানা পুলিশের অভিযান অব্যহত থাকবে।
কেকে/ এমএস