ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ-কে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার এবং আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, কর্মী রোকনুজ্জামান, স্বাক্ষর, উল্লাস, তৌহিদ, আলামিন, মোহাম্মদ আলী, রেজাউল রাকিব সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আওয়ামী লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। আমি কুষ্টিয়ার এসপি, ইবি থানার ওসিসহ সবার সাথে কথা বলেছি। পুলিশের উপর ছাত্রদলের আস্থা আছে তবে আপনারা আরেকটু সক্রিয়ভাবে কাজ করে সাজিদের খুনিদের গ্রেফতার করুন। সাজিদ হত্যার ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত, আমরা অনিরাপদ বোধ করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস বানাতে যা করণীয় তা করুন৷ সিকিউরিটি গার্ডের প্রহরা, লাইট ও সিসিটিভি বাড়াতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা যেভাবে আমাদের অত্যাচার করেছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
কেকে/ এমএস