লালমনিরহাট আদিতমারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজস্ব বাজেটের অধীনে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত সংরক্ষণ কর্মসূচির আওতায় চুক্তিবদ্ধ শ্রমিকদল (এলসিএস) সদস্যদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে লালমনিরহাট আদিতমারীতে স্থানীয় সরকার কার্যালয়ের সদস্যদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলসিএস সদস্যদের মাঝে চেক তুলে দেন নির্বাহী প্রকৌশলী এলজিইডি লালমনিরহাট মো. কাওছার আলম।
এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিইডি লালমনিরহাট আলী হোসেন ও উপজেলা প্রকৌশলী এলজিইডি আদিতমারী একে এম ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ১৯ জন এলসিএস সদস্যদের প্রতিমাসে সঞ্চয়ের ৩ হাজার করে ৩ বছরের তাদের রেখে যাওয়া লাভসহ মোট ১ লক্ষ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
কেকে/এএস