টি-টোয়েন্টি ক্রিকেট প্রথম কোনো বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট পেয়ে বিশ্বরেকর্ড করেছেন সাকিব আল হাসান। বল ও ব্যাটে অলরাউন্ডার পারফরম্যান্সে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে ৭ উইকেটের জয় এনে দেন তিনি। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড়ও হন তিনি।
শনিবার (২৩ আগস্ট) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস তোলে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান। শুরুতেই ইতিহাস গড়েন সাকিব। নিজের প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে (২৬ বলে ৩০) আউট করে পূর্ণ করেন ৫০০ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিল প্রথম কোনো বাঁহাতি বোলারের ৫০০ উইকেট। ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
এদিকে এই ৫০০তম উইকেট আরো এক বিশ্বরেকর্ড তুলে দেয় তার হাতে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭০০০ রান ও ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
১৭তম ওভারে ফের বল হাতে এসে সাকিব আঘাত হানেন আরো দুইবার। ফিরিয়ে দেন কাইল মেয়ার্সকে (১৮ বলে ১৩) এবং নাভিন বিদাইসিকে (১)। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ২ ওভারে ১১ রানে ৩ উইকেট। সঙ্গে ক্যারিয়ারে উইকেট সংখ্যা বেড়ে হয় ৫০২। জেডেন সিলস, সালমান ইরশাদ ও শামার স্প্রিংগার নেন একটি করে উইকেট।
১৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ফ্যালকনস জয় পায় ১৯.৪ ওভারে। কারিমা গোর শান্ত ইনিংস খেলেন, ৪৭ বলে খেলেন অপরাজিত ৫২ রানের ইনিংস। ওপেনিংয়ে জুয়েল অ্যান্ড্রু (২৮ বলে ২৮) ও রাহকিম কর্নওয়াল (১৩ বলে ১৬) এনে দেন ভালো সূচনা। এরপর দ্রুত রান তুলে দলকে এগিয়ে দেন সাকিব। ১৮ বলে ২৫ রানের ইনিংসে তিনি মারেন একটি চার ও দুটি ছক্কা।
শেষ পর্যন্ত ফ্যালকনস ৭ উইকেটে জেতে এবং ম্যাচের নায়ক হয়ে ওঠেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার ৪৪তম ম্যাচসেরার পুরস্কার।
কেকে/এআর